দেশে লাফিয়ে বাড়ছে করোনা (corona) আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এমন অবস্থায় সংবাদ মাধ্যমের জন্য জরুরি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকেও।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ভুল তথ্য প্রচার হচ্ছে অভিযোগ তুলে সুপিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। বিচারের সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ সংবাদ মাধ্যমকে নির্দেশ দিয়েছে, তাঁরা যেন করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারি ওয়েবসাইট থেকেই সংগ্রহ করেন। এছাড়া কেন্দ্রকে একটি নির্দেশ দিয়ে বলা হয়, কেন্দ্র যাতে একটি পোর্টাল তৈরি করে, যেখানে অফিশিয়াল ভাবে তথ্য জানানো হবে।
সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, মহামারি নিয়ে চলা আলোচনায় বাধা দিতে চান না তাঁরা। তবে ভুয়ো খবরের বিরুদ্ধে বলা হয়েছে, সংবাদমাধ্যম যেন সরকারি তথ্য যাচাই না করে কোনও করোনা সংক্রান্ত তথ্য প্রকাশ না করে।
উল্লেখ্য, দিন কয়েক আগে লকডাউন(lockdown) বাড়ানো হবে এমন খবরে দেশজুড়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। সেই প্রসঙ্গে বেঞ্চ জানায়, শ্রমিকদের একটা বড় অংশ অন্য শহরে কাজ করেন। এই ধরনের খবর তাঁদের মধ্যে অহেতুক তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তবে এই নির্দেশ শুধুমাত্র সংবাদমাধ্যমের জন্য নয়, ভুয়ো খবর ছড়ালে যে কোনও নাগরিকেরও সাজা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। সর্বোচ্চ এক বছর সাজা, সেইসঙ্গে জরিমানাও হতে পারে।