হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। এবার সেই ঢেউ ধীরে ধীরে এসে লাগছে ভারতেও। অভিনেত্রী মন্দানা করিমির পর চুল কেটে হিজাব বিরোধী আন্দোলনের পাশে দাঁড়ালেন নয়ডার অনুপমা ভরদ্বাজ।
গত ২২ সেপ্টেম্বর হিজাব না পরার অপরাধে ইরানের মাহসা আমিনিকে আটক করে সে দেশের পুলিশ। তাঁকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। ঘণ্টা দুই পরে তাঁর পরিবারকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মাহসা।
কিন্তু মাহসার পরিবার অভিযোগ করে যে, তাঁকে খুন করা হয়েছে। মাশার মৃত্যুর পরেই ইরানে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। দেশের অন্তত ৫০টি শহর এবং গ্রামে প্রকাশ্যে হিজাব খুলে, তা পুড়িয়ে দিয়ে, চুল কেটে বিক্ষোভ দেখান মহিলারা। তাঁরা ইরানের ‘গোঁড়া’ ইসলামিক আচরণের বিরোধিতা করেন। দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর তিন দশকের শাসনের অবসান চেয়ে তাঁরা স্লোগান তোলেন ‘স্বৈরাচারীর মৃত্যু চাই’