আজ নাডডার সঙ্গে সাক্ষাৎ শচীন পাইলটের, বিজেপিতে যোগদানের সম্ভাবনা জোরালো

সতীর্থ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পথে হেঁটেই কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন শচীন পাইলট ? রবিবার থেকেই এই কথা শোনা যাচ্ছে নয়াদিল্লির রাজনীতিতে। সূত্রের খবর আজ বিজেপি (BJP) সভাপতি জগৎপ্রকাশ নাডডার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজেশ পাইলট পুত্র। রবিবার সকালে হঠাৎ করেই নিজের অনুগামী বিধায়কদের সঙ্গে নিয়ে দিল্লি চলে আসেন রাজস্থানের (Rajasthan) উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সভাপতি শচীন পাইলট (Sachin Pilot)। তারপরেই শুরু হয় জল্পনা। প্রথমে শোনা হয়েছিল নিজের দাবি-দাওয়ার প্রসঙ্গে কংগ্রেস (Congress) সভানেত্রী সোনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর সঙ্গে দেখা করতে রাজধানীতে এসেছেন তিনি। কিন্তু রবিবার সারাদিনেও গান্ধী পরিবারের কোনো সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়নি তাঁকে।

বরং সোমবার সকালে শচীন পাইলটের ঘনিষ্ঠ সুত্র থেকে জানা গিয়েছে, বিজেপি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। এদিন রাজস্থান কংগ্রেস পরিষদীয় দলের একটি বৈঠকের ডাক দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের তরফে হুইপ জারি করা হয়েছে। যদিও শচীন পাইলট ও তাঁর অনুগামীরা এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলেই খবর। রবিবার গভীর রাত আড়াইটের সময় মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের (Ashok Gehelot) বাড়িতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দাবি করেছে, তাদের সঙ্গে ১০৯ বিধায়কের সমর্থন রয়েছে। রাজস্থানে কংগ্রেস সরকারের পতনের কোন সম্ভাবনাই নেই বলে দাবি করেছেন তিনি।

তবে শচীন পাইলট শিবিরের দাবি, এই মুহূর্তে ৩০ জন বিধায়কের সমর্থন রয়েছে তাদের কাছে। রাজস্থানে কংগ্রেস সরকার ফেলার জন্য যা যথেষ্ট। ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় এই মুহূর্তে কংগ্রেসের বিধায়কের সংখ্যা ১০৭। এছাড়া ১২ জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে কংগ্রেসের পক্ষে। রাষ্ট্রীয় লোক দল, সিপিএম ও ভারতীয় ট্রাইবাল পার্টির আরও ৫ বিধায়ক সমর্থন করেছেন অশোক গেহেলোটকে। কংগ্রেসের সমর্থনে রয়েছেন ১২৬ জন বিধায়ক। শচীন পাইলটের দাবি, ৩০ বিধায়ক কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.