দিনহাটা (Dinhata) নিবাসী প্রাইমারি স্কুলের শিক্ষিকা মেরিনা খন্দকারকে (Marina Khandaker) তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা নুর আলম হোসেন (Nur Alam Hossain) কুপ্রস্তাব দেন ওনার বাড়িতে গিয়ে। মেরিনা বিবি প্রত্যাখ্যান করলে এবং তার বাড়িতে আসতে নিষেধ করেন। পরবর্তীকালে মেরিনা দেবী যখন বাড়িতে একা ছিলেন তখন বাড়িতে প্রবেশ করে তৃণমূল কংগ্রেসের নেতা নুর আলম হোসেন, তারপর মেরিনা দেবীকে মেরে ফেলার হুমকি দিয়ে ওনাকে ধর্ষণ করেন।
পরবর্তীতে, মোবাইলে তোলা ছবি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নুর আলম হোসেন দিনের পর দিন মেদিনা দেবীকে ব্ল্যাকমেল করেন ও ধর্ষণ করতে থাকেন। কাউকে কিছু জানালে তাকে ও তার স্বামীকে খুন করার হুমকি দেওয়া হয়, সাত বছরের শিশু পুত্রকে অপহরণ করার হুমকি দেওয়া হয়।
মেরিনা দেবি স্বামীকে এই ঘটনা জানালে ওনার স্বামীকেও খুন করবার হুমকি দেওয়া হয় ছেলেকে অপহরণ করবার হুমকি দেওয়া হয়।
সর্বোপরি তৃণমূল কংগ্রেসের এই প্রভাবশালী নেতা বারবার সন্ত্রস্ত করেন যে ‘পুলিশ তার কিছু করতে পারবে না’! এই ভয়ে মেরিনা বিবি পুলিশের কাছে নালিশ জানাতেও ভয় পান। সহ্য সমস্ত সীমা অতিক্রম করবার পরেই মেরিনা দেবী বর্তমানে পুলিশের কাছে নূর আলম হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজত্বে একজন সংখ্যালঘু মুসলিম মহিলা কে তার দলের একজন নেতা উপর্যুপরি ধর্ষণ করেছেন ও তার স্বামী সন্তানকে খুন অপহরণ করার হুমকি দিচ্ছেন।
অপরাধী ক্ষমতার দম্ভে ও গর্বে অন্যায় কাজ করার সুবিধা পাচ্ছে, পুলিশ কি সত্যি তাদের কাজ করবে? নাকি পুলিশ মন্ত্রী ও বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে অপরাধী ছাড়া পেয়ে যাবে।