বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন । তিনি এই বলে বিতর্ক সৃষ্টি করেন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পর্তুগিজদের কবল থেকে গোয়াকে স্বাধীন করতে ১৪ বছর বিলম্ব করেছিলেন। পাল্টা আক্রমণ করে কংগ্রেসের পক্ষ থেকে তাকে ইতিহাস পড়ার পরামর্শ দেওয়া হয় ।
নো ইয়োর আর্মি (আপনার সেনা সম্পর্কে জানুন) প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে সাওয়ান্ত বলেন যে ১৯৪৭ সালে দেশ স্বাধীনতা অর্জন করলেও গোয়াকে ১৯৬১সাল অবধি অপেক্ষা করতে হয়েছিল স্বাধীনতা পেতে। প্রাক্তন প্রধানমন্ত্রী নেহেরু এই বিলম্বের জন্য দায়ী ছিলেন বলে মতপ্রকাশ করেন সাওয়ান্ত ।
তাঁর কারণেই গোয়ার স্বাধীনতা পেতে ১৪ বছর বিলম্ব হয়েছিল। নেহেরু যদি প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করতেন এবং এখানকার লোকদের নিয়ে উদ্বিগ্ন থাকতেন তবে তারা এই স্বাধীনতা অনেক আগেই পেয়ে যেতেন। সাওয়ান্ত গোয়াকে মুক্ত করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ।
সাওয়ান্তের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস রাজ্য সভাপতি বলেছেন যে সংবেদনশীল বিষয়ে কথা বলার আগে মুখ্যমন্ত্রীর ইতিহাস থেকে প্রয়োজনীয় তথ্য জানা উচিত। ওঁর ইতিহাস সম্পর্কে ধারণা নেই । তার উচিত ছিল স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কথা বলা। উনি আরো বলেন আরএসএসএর দেশের পতাকাকে স্বীকার করতে কেন ৫২ বছর লেগেছিল তার জবাবদিহি করুন গোয়ার মুখ্যমন্ত্রী ।