২০২১ সালে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে দেশ। ২০২০ সালের ১৫ই অগাষ্টই তার দিশা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। চলতি বছরের স্বাধীনতা দিবসে সামনে আনা হবে এক ভিশন ডকুমেন্ট, যাতে ২০২১ সালের ৭৫ তম স্বাধীনতা দিবসের লক্ষ্য নির্দিষ্ট করা হবে। ২০২২ সালের মধ্যে ভারতকে দারিদ্রতা মুক্ত ও দুর্নীতি মুক্ত এক দেশে পরিণত করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে খবর।
কেন্দ্রের মোদী সরকারের সামনে লক্ষ্য এমনই। নীতি আয়োগের মাধ্যমে তৈরি এই ভিশন ডকুমেন্টের মূল কথা ভারতকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়া, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ২০২০ ও ২০২১ সালের স্বাধীনতা দিবসের
এই ভিশন ডকুমেন্ট তৈরিতে নীতি আয়োগের সঙ্গে কাজ করেছে গ্রামোন্নয়ন মন্ত্রকও। এই প্রকল্পের অধীনে মোদী সরকারের লক্ষ্য পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা পরিষেবা প্রতি ঘরে পৌঁছে দেওয়া। ২০২২ সালে প্রত্যেকের মাথার ওপর ছাদ হবে, সেই আশ্বাসও দেওয়া হয়েছে এই ভিশন ডকুমেন্টে।
মন্ত্রককে ২০২২ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর অধীনে থেকে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে সার্বিক উন্নতি ঘটানোর কাজে অগ্রসর হতে। কৃষি ক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা, পণ্য সরবরাহ ব্যবস্থা, এই প্রকল্পের আওতায় পড়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর শুক্রবার একথা বলেন।
তবে এই উন্নয়নের মূলে থাকবে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারত্ব ঘুচিয়ে স্বনির্ভরতার পথে হাঁটার কথা বলা থাকবে ভিশন ডকুমেন্টে। সেক্ষেত্রে আর্থিক উন্নয়ন যেমন হবে, তেমনই জীবনযাত্রার মানও উন্নত হবে গ্রামাঞ্চলে।
কর্মসংস্থানের দিকে নজর দিতে গেলে প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষণ ও কর্মদক্ষতার। সেই খোঁজও শুরু করা হবে বলে খবর। এই দিকে জোর দিয়ে দেশের গ্রাম গুলিতে কর্মদক্ষ যুব সম্প্রদায়ের খোঁজ করা হবে। শুরু করা হবে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির নানা প্রোগ্রাম।
কেন্দ্র সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে বলে খবর। দক্ষতা বৃদ্ধি, জল সংরক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি, অর্থ সাহায্য, গৃহনির্মাণ, সড়ক নির্মাণ, ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থার প্রসার, ইত্যাদি এই সব প্রকল্পের আওতাধীন।