বারাসাতের সভা থেকে এক কোটি বাংলাদেশি মুসলিমকে এ রাজ্য থেকে ফেরত পাঠানোর হুঙ্কার দিলীপ ঘোষের

রাজ্য বিজেপি সভাপতি দিলীপের সভাপতিত্বের দ্বিতীয় ইনিংসের ঝোড়ো ইনিংস অব্যাহত | উত্তর ২৪পরগনার দুই জায়গায় রবিবার মধ্যমগ্রাম থেকে বারাসাত ও সকালে নৈহাটিতে সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রায় স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই শাসকের পর্তি তোপ দাগেন দিলীপ |

রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ের অনতিদূরেই দিলীপ তোপ দাগলেন তার দিকে | চ্যালেঞ্জ করলেন মন্ত্রীকে | ক্ষমতা থাকলে এমন মিছিল করে দেখান | আমরাও করব | কার কত লোক সমর্থন পায় তা দেখব |

মধ্যমগ্রাম থেকে পাঁচ কিলোমিটার হেঁটে বিপুল জনসমর্থন নিয়ে দিলীপ ঘোষের হুঙ্কার, যত বাংলাদেশি মুসলিম এ রাজ্যে আছে, সবাইকে পাঠিয়ে দেওয়া হবে | প্রায় এক কোটি বাংলাদেশি রয়েছে রাজ্যে | সব জেনেও মমতা সরকার চুপ কেন ? আজও প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ |

প্রশ্ন করেছেন,যে বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়ন করা হয়েছে,সেই দেশের লোকদেরও একই ভাবে রাজ্য থেকে বিতাড়িত করা হবে | দিলীপের প্রশ্ন,সরকারের দেওয়া ২টাকা কেজি চাল খেয়ে সরকারি ধ্বংস করছে ওই অবৈধ মুসমিল বাংলাদেশি নাগরিকেরা | এই এক কোটি মানুষকে পাঠিয়ে দেওয়া হবে বলে হুঙ্কার ছাড়েন তিনি |

প্রসঙ্গত শনিবার দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রার আগে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের পুলিশ দিয়ে আটকে দেওয়ার পরে দিলীপ বলছিলেন, পরিবর্তনের পরিবর্তন শুরু হবে সেখান থেকেই | রবিবারও সেই নিয়ে উত্তপ্ত থাকল নন্দীগ্রাম | আর বারাসাত থেকে নন্দীগ্রাম,বিজেপি কর্মীদের একটিই কথা, পথ দেখাবেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষই |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.