রবিবার বেলা ১১ টায় নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ১৮ অগস্ট মন কি বাত-এ নিজের বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের মানুষকে তাঁদের নিজস্ব ধারণার কথা জানাতে বলেছিলেন তিনি।
গতকালই আনলক-৪ এর ঘোষণার পর আজ মন কি বাত-এ বিশেষ অংশ জুড়ে আনলক ৪ নিয়ে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে দিল্লি মেট্রো খোলার আভাস মিলেছে। যদিও স্কুল কলেজ নিয়ে এখনও টালবাহনা চলছে।
কী করণীয়, কী সতর্কতা নিতে হবে নিজের অনুষ্ঠানে দেশবাসীকে সেই সম্পর্কেই বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। ১৯২২ এই নম্বরে মিসড কল দিয়ে যে কেউ প্রধানমন্ত্রীর এই ভাষণ শুনতে পারবেন ইন্টারনেট ছাড়াই।
উল্লেখ্য, শনিবার জানানো হয় চতুর্থ পর্যায়ের আনলক থেকে একাধিক পরিষেবা চালু হতে চলেছে দেশ জুড়ে। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। এছাড়াও বেশ কিছু পরিষেবা চালু হতে পারে।
২১ সেপ্টেম্বর থেকে বেশ কিছু অনুষ্ঠানে ছাড়পত্র দেওয়া হবে। যার মধ্যে থাকবে ধর্মীয় অনুষ্ঠান, খেলাধূলা, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানে ১০০ জনকে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে। এছাড়া আনলক ৪ এ এক রাজ্য থেকে অন্য রাজ্যে অথবা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ক্ষেত্রে যানবাহনগুলির আর কোনও নিয়ন্ত্রণ থাকছে না। কোনও আলাদা পারমিটও লাগবে না।l
১ সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জোনেও অনেক পরিষেবা আস্তে আস্তে চালু করা হবে। তবে, সব কনটেনমেন্ট জোনেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে জানা গিয়েছে।