বিধানসভা নির্বাচনে এনডিএ জেটকেই পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে প্রচার শুরু বিজেপির। জোট শরিক জেডিইউ ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ রাজ্যে উন্নয়ন করছে। এমনই বলেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
সম্প্রতি যে কৃষি আইন লাগু হয়েছে তাতে কষিক্ষেত্র ও কৃষকদের উপর বেসরকারি সংস্থার আগ্রাসী ভূমিকা দেখা যাবে। এই অভিযোগে সংসদে ও দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ হয়। বামপন্থী সারা ভারত কৃষক সভার নেতৃত্বে বিভিন্ন কৃষক সংগঠন অবরোধ করে। এমনকি এনডিএ জোট শরিক আকালি দল সরকার থেকে সরে দাঁড়ায়।
পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, কর্ণাটক, তামিলনাডু, পশ্চিমবঙ্গে হয় কৃষক বিক্ষোভ। গয়াতে নির্বাচনী প্রচারে এসে জেপি নাড্ডা বলেছেন, এই কৃষি আইন লাগু করে প্রধানমন্ত্রী মোদী দেশের কৃষকদের স্বাধীনতা এনে দিয়েছেন।
বিজেপির দাবি, নতুন কৃষি আইনে কৃষকদের আর ফসল বিক্রির জন্য পরমুখাপেক্ষী হতে হবে না। সরাসরি ফসল বিক্রি করতে পারবেন। বিরোধীদের অভিযোগ, এর ফলে কৃষি ক্ষেত্রে বেসরকারি সংস্থার প্রভাব বাড়াবে। এটি ঘুরিয়ে কৃষিক্ষেত্রকে বেসরকারি করণের পদক্ষেপ।
বিহারে এসে তাই কৃষি আইনের উপরেই জোর দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নেতৃত্বে বিহারবাসী শান্তিতে আছেন। উন্নয়ন হচ্ছে বিহারে।
যদিও বিহারে সদ্য এনডিএ শিবির ত্যাগ করা লোজপা প্রধান চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে কোনও শব্দ তিনি জনসভায় খরচ করেননি।