রাজ্যে প্রথম শুরু হল অনলাইন লোক আদালত

করোনা পরিস্থিতিতে গোটা দেশেই বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়ে পড়েছে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্টে অনলাইনেই হচ্ছে অধিকাংশ মামলার শুনানি। করোনা পরবর্তী পরিস্থিতিতে সশরীরে লোক আদালত আয়োজন সম্ভব নয়। সে কথা মাথায় রেখেই এবার রাজ্যে প্রথমবারের জন্য চালু হল অনলাইন লোক আদালত। শনিবার সকাল ১০.৩০ টা নাগাদ হাইকোর্টের প্রধান বিচারপতির টি ভি রাধাকৃষ্ণাণ এই অনলাইন লোক আদালতের উদ্বোধন করেন।

করোনা ভাইরাসের ফলে এমনিই মানুষের গতিবিধি অনেকটাই নিয়ন্ত্রিত। এই পরিস্থিতিতে মামলার নিষ্পত্তি পেতে মানুষকে দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে ভার্চুয়ালি লোক আদালতের মাধ্যমে একাধিক মামলা দ্রুত নিষ্পত্তি করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে মূল আদালতের অনেকটাই লাঘব হবে এবং বাড়িতে বসেই অনেক মানুষের কাছে সুবিচার পৌঁছে দেওয়া সম্ভব হবে। সেই কারণেই এই ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।

অনলাইন লোক আদালতের উদ্বোধনে হাইকোর্টের প্রধান বিচারপতি বি. রাধাকৃষ্ণণন ছাড়াও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং কলকাতা লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারপার্সন অজয় কুমার ছিলেন। রাজ্যে প্রথমবার ই-লোক আদালতের উদ্বোধনকে স্বাগত জানিয়েছে বিচারপ্রার্থী থেকে বিভিন্ন আদালতের বিচারকরা।

এদিন হাইকোর্টের মেন বিল্ডিং এ অনলাইন লোক আদালতের তিনটি বেঞ্চ বসেছিল।প্রথম দিনের এই অনলাইন লোক আদালতে ১২০টি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এরমধ্যে গাড়ি দুর্ঘটনার জেরে ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, পেনশন সংক্রান্ত মামলা ও গ্রাচুয়িটি সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়াও রয়েছে বিদ্যুতের বিল সংক্রান্ত মামলা ও পোষ্যের চাকরি সংক্রান্ত একাধিক মামলার শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.