কোভিড-১৯ (Covid-19) নভেল করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণে ফের কঠোর সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে সমস্ত বিদেশি পড়ুয়াদের অনলাইনে ক্লাস চলছে, তাঁরা থাকতে পারবেন না আমেরিকায়। মার্কিন মুলুক তাঁদের ছাড়তে হবে।
বিবৃতি দিয়ে মার্কিন অভিবাসন দফতর এবং কাস্টমস এনফোর্সমেন্ট দফতর জানিয়েছে, অভিবাসী নন, এফ–১ এবং এম–১ ভিসায় যেসব পড়ুয়ারা পড়াশোনা করছেন, তাঁদের কারও কারও পুরো পঠনপাঠন অনলাইনে হওয়া সম্ভব নয়। গবেষণা বা অন্য ধরনের কাজের জন্য বিশ্ববিদ্যালয়ে যেতেই হয়। শুধু সেই সব পড়ুয়ারাই আমেরিকায় থেকে যেতে পারবেন। কিন্তু যাঁরা এখন আমেরিকার কোনও কোর্সে ভর্তি হয়েছেন, তাঁদের দেশ ছেড়ে যেতে হবে। নয়তো অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নিতে হবে, যেখানে অনলাইনে ক্লাস চলছে না। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সঙ্কটের মধ্যে পড়লেন লক্ষ লক্ষ বিদেশি পড়ুয়া।