বিহারের বিধানসভা নির্বাচনে জনতা দল (ইউনাইটেড) নেতা নীতীশ কুমারই এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী। তাই যে দলই জিতুক না কেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই (Nitish Kumar) হবেন, এমনটাই জানালেন বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। তিনি বলেন, “বিহারের ফল প্রকাশ হলেই বোঝা যাবে ফের এনডিএ জোটের দিকেই আস্থা দেখিয়েছেন বিহারের মানুষ। আর এনডিএ জোটে যারা থাকবে সবাইকে মেনে নিতে হবে যে নীতীশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী।” বিজেপি (BJP) নেতা সুশীল মোদী (Sushil Modi) আরও বলেন, “রাম বিলাস সুস্থ থাকলে এটা হত না। তিনি কোনও মতেই এই সিদ্ধান্ত মেনে নিতেন না।”
এবারের নির্বাচনে বিহারে এনডিএ (NDA) জোট বলতে মূলত চারটি দল রয়েছে। সেগুলি হল বিজেপি, জেডিইউ, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ও বিকাসশীল ইনসান পার্টি। এই বিকাশশীল ইনসান পার্টি সম্প্রতি বিরোধী জোট ছেড়ে এনডিএ জোটে নাম লিখিয়েছে। সুশীল মোদী বলেন, “এই চারটি দলই নিজেদের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করতে পারেন। দরকার হলে আমরা নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানাব, প্রধানমন্ত্রীর ছবির যাতে অপব্যবহার না হয়।” প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সমস্যা হওয়ায় এনডিএ জোট ছেড়েছে রাম বিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (LJP)। বলা ভাল, রাম বিলাসের ছেলে চিরাগ পাসোয়ানের সিদ্ধান্তের ফলেই এটা হয়েছে। এনডিএ জোট ছাড়লেও অবশ্য বিজেপির সঙ্গে একই সম্পর্ক তাদের থাকবে বলেই জানিয়েছে এলজেপি।
অন্যদিকে তেজস্বী যাদবকে (Tejaswi Yadav) মুখ্যমন্ত্রীর প্রার্থী করে ভোটে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে বিরোধী জোট। বামফ্রন্ট ও কংগ্রেসের নিয়ে জোট তৈরি করেছেন লালুপুত্র। আরজেডি ১৪৪টি আসনে, কংগ্রেস ৭০টিতে ও বামেরা ২৯টি আসনে লড়াই করবে।