সংস্কারমুখী তিনটি নতুন কৃষি আইন কৃষকদের ভাগ্য পরিবর্তন করে দেবে বলে রবিবার জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর। রবিবার গোয়ায় পানাজিতে সাংবাদিক সম্মেলনে প্রকাশ জাভরেকর জানিয়েছেন, সময় ধরে দেশের কৃষিক্ষেত্র যে বুনিয়াদি সমস্যার মুখোমুখি হয়ে আসছিল তা দূর করবে এই নতুন কৃষি আইন। দীর্ঘ দশক ধরে বঞ্চিত হয়ে আসা কৃষকরা এখন নিজেদের ফসলের দাম নিজেরাই নির্ধারণ করতে পারবে।এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি বা খোলাবাজারে বিক্রি করতে পারবে কিনা সেটা বেছে নিতে পারবে কৃষক নিজে।এক দেশ এক কৃষি বাজারের লক্ষ্য পূরণ করবে এই নতুন আইন।তিনি আরও বলেন, যেমন এক দেশ এক রেশন কার্ড, এক দেশ এক পরীক্ষা (ন্যাশনাল টেস্টিং এজেন্সি)। ঠিক তেমনি নতুন কৃষি আয় এক দেশ এক বাজার তৈরি করতে সহায়তা করবে। কৃষকের জমির অধিকার কৃষকেরই থাকবে শুধুমাত্র ফসলের ওপরই চুক্তি হবে।চুক্তিভিত্তিক ফসলের ফলে কৃষি ক্ষেত্রে নতুন প্রযুক্তি, নতুন বীজ এবং বিনিয়োগ দুটোই আসবে।
2020-10-04