লন্ঠন থেকে বিহারকে এলইডি যুগে নিয়ে গিয়েছেন মোদীজি। তিনি রাজনীতির পরিভাষা বদলে দিয়েছেন। বুধবার বিহারের মোতিহারিতে বিহার বিধানসভা নির্বাচনে প্রচারে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নাড্ডা বলেন, আমরা যদি বিহার ও ভারতের রাজনীতির কথা বলি, এখানে (বিহার) চলন ছিল প্রতিশ্রুতি দিন, এরপর তা ভুলে গিয়ে নতুন প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলুন। এই চলন এবং সংস্কৃতিকে পরিবর্তন করার কাজ যদি ভারতীয় রাজনীতিতে কেউ করে থাকেন, সে হলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতির পরিভাষা বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী। নাড্ডার কথায়, অর্থাৎ নেতাদেরও নিজেদের রিপোর্ট কার্ড নিয়ে জনগণের সামনে যেতে হবে।
নাড্ডা এদিন বলেন, দেশ এবং বিহারকে লণ্ঠনের যুগ থেকে বের করে এলইডির যুগে নিয়ে গিয়েছেন মোদীজি। বিগত ৫ বছরে কৃষকদের জন্য ৩,৯০৪ কোটি টাকা, শিক্ষার জন্য ১,০০০ কোটি টাকা এবং স্বাস্থ্যের জন্য ৬০০ কোটি টাকা পাঠিয়েছেন মোদীজি। বিদ্যুতের জন্য ১৬,১৩০ কোটি, সড়কের জন্য ১৩,৮২০ কোটি, হাইওয়ের জন্য ৫৪,৭১৩ কোটি, বিমানবন্দরের জন্য ২,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ও এখানে তৈরী হয়েছে। নাড্ডা এদিন বলেন, এই নির্বাচন বিধায়ক নির্বাচনের ভোট নয়, বিহারকে আলোয় নিয়ে যাওয়া অথবা অন্ধকারের দিকে ঠেলে দেওয়া নির্বাচন।
2020-10-21