ক্ষুদ্র ও কুটির শিল্প। তার পর পরিযায়ী শ্রমিক। শুক্রবার ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের তৃতীয় কিস্তিতে কৃষিক্ষেত্রকে ঘিরে একাধিক পুনরুজ্জীবন প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।(Nirmala Sitharaman) কৃষির পরিকাঠামো, পরিবহণ, বিপণন ক্ষেত্রের উন্নয়নে ১ লক্ষ কোটির আর্থিক পুনরুজ্জীবন প্যাকেজের দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বিশেষ আর্থিক প্যাকেজে কৃষকদের স্বস্তি দেওয়া সংক্রান্ত ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর চেয়ারম্যান তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা। আর কে সিনহা বলেছেন, কৃষক স্বার্থে লাগাতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। করোনাভাইরাস ও লকডাউনের এই সঙ্কটের মধ্যেই, কৃষক ভাইদের স্বার্থে সমস্ত ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার।শনিবার ভিডিও কনফারেন্সিং মারফত প্রবীণ বিজেপি নেতা আর কে সিনহা (RK Sinha) বলেছেন, কৃষকদের সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার দু’টি বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে কৃষকরা নিজেদের ফসল যেখানে ইচ্ছা সেখানেই বিক্রি করতে পারবেন। কৃষি বাজারের উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই তাঁদের। দ্বিতীয়ত, ডাল এবং তেলবীজকে প্রয়োজনীয় পণ্য আইন থেকে মুক্তি দিয়ে কৃষকদের ব্যাপক কল্যাণ করেছেন প্রধানমন্ত্রী।আসলে প্রয়োজনীয় পণ্য আইন, ১৯৫৫ সংশোধনীর ফলে কৃষকরা উপকৃত হবেন। এই সংশোধনীর অর্থ হল, শস্য, ভোজ্যতেল, তেলবীজ, ডাল, পেঁয়াজ এবং আলু-সহ অন্যান্য কৃষি খাদ্যদ্রব্যের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। কৃষকরা নিজেরাই দাম নির্ধারণ করে সরবরাহ ও বিক্রি করতে পারবেন। যদিও, সময় বিশেষে এই পর্যালোচনা করবে সরকার এবং প্রয়োজন হলে নিয়মকে আরও কঠোর করবে।
2020-05-16