উত্তরপ্রদেশে ‘দুই যুবরাজ’-এর যে পরিণতি হয়েছিল, তার পুনরাবৃত্তি হবে বিহারেও। রবিবার লালুপ্রসাদ যাদবের (Laluprasad Yadav) ঘাঁটি ছাপড়ার জনসভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এভাবেই বিঁধলেন প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গাঁধী ও আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবকে (Tejaswi Yadav)। নরেন্দ্র মোদী বলেন, ‘‘বছর তিনেক আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়েছিলেন দুই যুবরাজ। কিন্তু উত্তরপ্রদেশের মানুষ তাঁদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন।’’ তিনি আরও বলেন, ‘‘এক যুবরাজ জঙ্গলরাজের যুবরাজের সঙ্গে হাত মিলিয়েছেন।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিহারে যে সরকার চলছে তার দু’টি ইঞ্জিন। অন্য দিকে দুই যুবরাজ। তার মধ্যে এক জন আবার জঙ্গলরাজের যুবরাজ।’’ তিনি আরও বলেন, ‘‘জোড়া ইঞ্জিনের এনডিএ সরকার বিহারের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুই যুবরাজ নিজেদের সিংহাসন বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন।’’ প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জোট করেছিল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (Samajwadi Party)। রাহুল গাঁধী (Rahul Gandhi) এবং অখিলেশ যাদব হাত ধরাধরি করে নেমেছিলেন বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে। কিন্তু ব্যাপক হারের মুখে পড়তে হয় সেই জোটকে। এদিন উত্তরপ্রদেশের প্রতিবেশী বিহারে বিধানসভা নির্বাচনে সেই জোটের উদাহরণ তুলে ধরেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।