উৎসবের মরসুম। তারপর শীতকাল। করোনার বড় ধাক্কার জন্য তৈরি থাকুন। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে থাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন হর্ষবর্ধন। সেখানেই তিনি আবার এই আশঙ্কার কথা প্রকাশ করেন।
দেশজুড়ে আজ শনিবার থেকে শুরু উৎসব! একদিকে নবরাত্রি অন্যদিকে দুর্গা উৎসব। গোটা দেশ উৎসবের মেতে উঠেছে। করোনাকে ভুলেই বাঁধন ছাড়া আনন্দ। মানা হচ্ছে না কোনও নিয়ম। মুখে নেই মাস্ক।
এমনকি সোশ্যাল ডিসটেন্সও মানছে না কেউই। এই পরিস্থিতিতে ভারতে ভয়াবহ আকার নিতে পারে করোনা। বেশ কয়েকটি রাজ্যে লাগামছাড়া সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ফের একবার দেশবাসীকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গত ১০ মাস হতে চলল আমরা করোনার সঙ্গে লড়ছি। গত ৮ জানুয়ারি আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ দলের সঙ্গে প্রথম বৈঠক করেছিলাম। সেই থেকে নিরন্তর লড়াই চলেই যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি, করোনার বিরুদ্ধে লড়ার জন্য আমরা ভাল পরিকাঠামো গড়ে তুলতে পেরেছি।
তবে সেই সঙ্গে হর্ষ বর্ধন বলেন, যতক্ষণ না ভ্যাকসিন আসছে, ততক্ষণ কোনও নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই। তিনি আরও বলেন একটি ভ্যাকসিন এখন ট্রায়ালের তৃতীয় স্তরে আছে। দুটি আছে পরীক্ষা নিরীক্ষার দ্বিতীয় স্তরে। এর আগেও এই বিষয়ে একই বক্তব্য রেখেছিলেন হর্ষ বর্ধন।
তিনি বলেছিলেন, আমি এত কিছু বলছি দেশের স্বাস্থ্যমন্ত্রী পদে আছি বলেই, মানুষের জীবনরক্ষা করা আমার কর্তব্য। উতসবের কালে আমরা কোভিড-১৯ গাইডলাইন পালনে গাফিলতি করলে করোনা ফের মারাত্মক চেহারা ধারণ করে আমাদের গভীর সমস্যায় ফেলবে। এটাই সত্যি। কোনও ধর্মীয় নেতাই বলবেন না, উত্সব পালন করতে গিয়ে লোকের জীবন বিপন্ন হোক। কোনও ঈশ্বরই বলেননি, পুজো করতে শুধু পুজো মন্ডপেই যেতে হয়।
অন্যদিকে, বিশেষজ্ঞদের আশঙ্কা, উৎসবের মরশুমে আমেরিকাকেও পিছনে ফেলে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে উঠে আসতে পারে ভারত।
এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। শুক্রবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ লক্ষ ২৪ হাজার ৫৫২।
আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ লক্ষ ২২ হাজার ৮৪০। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে সেদেশে করোনায় সংক্রমিত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় নতুন ৫৯ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
উল্টোদিকে, ভারতেও এখনও করোনার চোখ রাঙানি জারি।
ভারতের বিভিন্ন রাজ্যে উৎসবের মরশুম শুরু হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে নতুন করে রাজ্যে-রাজ্যে সংক্রমণের ‘সুনামি’ বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। উৎসবকে কেন্দ্র করে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রীও।
দিন কয়েক আগেই দেশবাসীকে সতর্ক করে তিনি বলেছেন, ‘‘দেশে করোনার বিপদ রয়েছে। সবাইকে বলছি সতর্ক থাকুন।’’ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও একইভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। উৎসবে ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।