দেশে করোনা মহামারী মোকাবিলায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিস, প্রশাসন থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তারপরেও তাঁরা উন্মত্ত, কুসংস্কারে আচ্ছন্ন জনতার দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন। এবার এলাকা স্যানিটাইজ করতে যাওয়া সরকারি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলো মধ্য প্রদেশে (Madhya Pradesh)। একদল মুসলিম জনতা রড, লাঠিসহ হামলা করলো কর্মীদের ওপর। পরে বিশাল পুলিসবাহিনী গিয়ে ওই কর্মীদের উদ্ধার করে আনে। পাশাপাশি ঘটনায় মূল অভিযুক্ত আদিল খানকে গ্রেপ্তার করেছে পুলিস। গত ১৭ ই এপ্রিল, শুক্রবার ঘটনাটি ঘটে মধ্য প্রদেশের দেবাস জেলার খাতেগাঁও শহরের।
জানা গিয়েছে, ওইদিন দুজন কর্মী এলাকা স্যানিটাইজ করার কাজ করছিলেন। তখনই মুসলিম জনতা বাধা দেয় তাদের। প্রসঙ্গত এলাকাটি মুসলিম অধ্যুষিত। একদল মুসলিম জনতা লাঠি, রড, কুঠার নিয়ে হামলা চালায় তাদের ওপর। বেধড়ক মারধর করা হয় তাদের। পরে বিশাল পুলিসবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। পরে একটি কেস দায়ের করে তদন্ত শুরু করার পাশাপাশি আহত কর্মীদের হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস ইতিমধ্যেই মূল অভিযুক্ত আদিল খানকে (Adil Khan) গ্রেপ্তার করেছে পুলিস। পুলিসের জেরায় আদিল জানিয়েছে যে সে এলাকার মাওলানা গোপ খানের উস্কানিতে তাঁরা হামলা চালিয়েছিলেন স্যানিটাইজ করতে আসা কর্মীদের ওপর। আরও কয়েকজনকে চিহ্নিত করার কাজ চলছে বলে জানানো হয়েছে পুলিসের তরফে।