সমস্ত ক্ষেত্রে নয়, সোমবার থেকে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে নিয়ন্ত্রণ। কিন্তু, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার উর্দ্ধে উঠে স্থানীয় ওয়ার্কশপ, সেলুন, রেস্তোরাঁ, বইয়ের দোকান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বল্প দূরত্বে শহরের মধ্যে বাস চলাচলে অনুমতি দিয়েছে পিনারাই বিজয়ন সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, কেন্দ্রীয় সরকারের গত ১৫ এপ্রিলের নির্দেশিকা লঙ্ঘন করেছে কেরল সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউনের শর্ত মানতেই হবে রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রক যে গাইডলাইন তৈরি করেছে, দেখা যাচ্ছে বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তার বাইরেও নিজের মতো করে কাজকর্ম করছে।
কেরল (Kerala) সরকার অবশ্য লকডাউন নির্দেশিকা অমান্য করার অভিযোগ খারিজ করেছে। কেরলের মন্ত্রী কে সুরেন্দ্রন (Surendran) জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। ভুল বোঝাবুঝির জন্য কেন্দ্র হয়তো ব্যাখ্যা চেয়েছে। আমরা ব্যাখ্যা করলেই সমস্যার সমাধান হবে। কেন্দ্রের সমস্ত নির্দেশিকা অনুসরণ করছি আমরা।’