করোনা ভাইরাসের (Corona virus) সংক্রমণ রুখতে লক ডাউন (Lock down) ঘোষণা করা হয়েছে। মন্দির, মসজিদসহ সমস্ত ধর্মীয় স্থানে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু সরকারি নির্দেশ উপেক্ষা করে মসজিদে নামাজে আসার জন্য মাইকে ঘোষণা করলেন উত্তর প্রদেশের এক মাওলানা। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করলো পুলিস। ঘটনা বাঘপত-এর। গ্রেপ্তার হওয়া মাওলানার নাম সালিম (Salim)।

দৈনিক জাগরণে প্রকাশিত খবরের ছবি

দৈনিক জাগরণ সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী ওই মাওলানা গত ২৭ই মার্চ, শুক্রবার বাঘপত এলাকার মসজিদের মাইক থেকে ঘোষণা করেন যে সমস্ত মুসলিমরা যেন মসজিদে নামাজ পড়তে আসে। যায় খবর পুলিসের কানে যাওয়া মাত্রই ব্যবস্থা নেয় পুলিস। কোতোয়ালি থানার পুলিস মসজিদে যায় এবং এবং ঐ মাওলানাকে গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার অফিসার-ইন-চার্জ জানিয়েছেন যে ধৃতের বিরুদ্ধে IPC ২৬৯ এবং ২৭০ ধারায় মামলা দায়ের করেছে। পুলিস জানিয়েছে কয়েকদিন আগেই বাঘপত এলাকায় করোনা পজিটিভ কেস ধরা পড়েছে। ওই ব্যক্তি কিছুদিন আগেই দুবাই থেকে বাড়ি ফিরছিলেন। এমন অবস্থায় পুলিস কোনো ঝুঁকি না নিয়েই ওই মাওলানাকে গ্রেপ্তার করলো পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.