অগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে আনলক ৩। অর্থাৎ, ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ৪ বা চতুর্থ পর্যায়ের আনলক। আর সেক্ষেত্রে কী কী খোলা হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সব দিক বিচার করে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
জানা যাচ্ছে, এবার আর্থিক কার্যকলাপে গতি আনতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চাইছে কেন্দ্র। লোকাল ট্রেন, মেট্রো রেল পরিষেবা ফের চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এছাড়া খুলতে পারে সিঙ্গল থিয়েটার সিনেমা হল, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল। ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে মাস্ক বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন প্রস্তাব এসেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের সঙ্গেও আলোচনা চলছে। ধীরে ধীরে আর্থিক কার্যকলাপ চালু করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হবে।’
এদিকে হোটেল মালিকরাও তাঁদের কাজ শুরু করতে চান শীঘ্রই। আর সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। পর্যটন শিল্পের ক্ষেত্রেও একই দাবি উঠছে।
সূত্রের খবর, এখনও পর্যন্ত লোকাল ট্রেন ও মেট্রো রেল চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সরকার এখনই স্কুল-কলেজ খোলার পক্ষে নয়।
এদিকে করোনা আক্রান্তের সংখ্যা এখনও নিয়ন্ত্রণে আসেনি।
তবে আশার খবর হল, মঙ্গলবার একধাক্কায় প্রায় ১০০০০ সংক্রমণ কমেছে। শেষ কিছুদিন চড়চড় করে বেড়ে যাচ্ছিল সংক্রমণ। এবার সেই সংখ্যা একটু কমেছে। আক্রান্তের সংখ্যায় মোট সংক্রমণ ৩১ লাখ ৬৭ হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০,৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৪৮ জনের। বর্তমানে মোট সংক্রমিত ৩১,৬৭,৩২৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৮,৩৯০ জনের। পাশাপাশি এও জানানো হয়েছে, দেশে এখন করোনা ভাইরাসের অ্যাক্টিভ কেস ৭,০৪,৩৪৮। এখনও অবধি সুস্থ হয়েছেন ২৪,০৪,৫৮৫ জন।
শেষ তিন সপ্তাহ ধরে প্রতিদিন টেস্ট বেড়ে যাওয়ায় গোটা দেশেই পরীক্ষা বাড়ানো হয়েছে সে ছবি স্পষ্ট। প্রতিদিন প্রচুর পরীক্ষা হওয়ার পরেই করোনা পজিটিভ হওয়ার গড় হার কমেছে, এমন তথ্যই দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
শেষ কিছুদিন যাবত প্রতিদিনই ৮ লাখ স্যাম্পেল পরীক্ষা করা হচ্ছে। ভারতে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩.৫২ কোটি। শুধু তাই নয় করোনা পজিটিভ হওয়ার হার একধাক্কায় অনেকটাই কমেছে। টেস্ট বাড়াল ফলে দ্রুত নজরে আসছে তাতেই সাফল্য পেয়েছে ভারত, এমনটাই জানিয়েছে কেন্দ্র। অগাস্ট মাসের ৩-৯ তারিখের মধ্যে প্রতিদিন পজিটিভিটির হার ছিল ৯.৬৭ শতাংশ যা শেষ একসপ্তাহে ৭.৬৭ শতাংশে নেমে এসেছে। এখনও অবধি ৩,৫২,৯২,২২০ স্যাম্পেল টেস্ট করা হয়েছে।