পশ্চিমবঙ্গের কৃষক ও শিল্পীসমাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কারণেই। এভাবেই বারুইপুরে বিজেপির সভা থেকে সুর চড়ালেন বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) । তিনি বলেন, “বাংলায় কৃষক এবং শিল্পীসমাজ তাদের যোগ্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে এবং তার জন্য একমাত্র দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর অহংকারের জন্যই শিল্পীসমাজ এবং কৃষকরা তাদের কেন্দ্রীয় প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন।” কৈলাস বিজয়বর্গীয় আরও বলেছেন, “কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার কৃষক সম্মান নিধি যোজনা করেছে। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য পশ্চিম বাংলার কৃষকরা তাদের এই প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন।”
কৈলাস অভিযোগের সুরে বলেছেন, “রাজ্যের মানুষ দুবার মুখ্যমন্ত্রীকে তাদের আশীর্বাদ দিয়ে মুখ্যমন্ত্রী আসনে বসেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাহায্যে মানুষের জন্য কিছুই করছেন না।” তিনি আরও বলেছেন, “শিল্পী সমাজের জন্য কেন্দ্রীয় সরকার অনেক কিছুই করছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো এই বাংলায় চালু করতে চাইছে না । কেন্দ্রীয় সরকার চায় শিল্পী সমাজের যে সমস্ত বয়স্ক মানুষরা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করা হোক। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুই করছে না।” কেন্দ্রীয় যোজনাগুলো রাজ্যের নামে চালিয়ে দিচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।