কংগ্রেস- আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে মাওবাদী সমর্থক এবং টুকরে টুকরে গ্যাঙয়ের আঁতাত রয়েছে বলে মোতিহারির জনসভা থেকে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মোতিহারিতে দিনের তৃতীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জঙ্গল রাজের নেতারা মাওবাদী সমর্থক এবং টুকরে টুকরে গ্যাং এর সঙ্গে আঁতাত রেখে চলেছেন। ফলে রাজ্যের যদি মহাজোট ক্ষমতায় আসে তবে ফের বিহারে হিংসার যুগ শুরু হবে। জঙ্গল রাজের হাতে যদি ক্ষমতায় যায় তবে বিহারকে অন্ধকার যুগে চলে যাবে। তাই রাজ্যবাসীকে চূড়ান্ত সতর্ক থেকে ভোট দিতে হবে। চিনির কল সহ অন্যান্য শিল্প জঙ্গল রাজার আমলে বন্ধ হয়ে গিয়েছিল। তখন থেকেই উন্নয়নের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল বিহার। এইসব জঙ্গল রাজ্যের নেতারা জনগণের আস্থাকে নিয়ে ছিনিমিনি খেলবে। জনগণকে নিয়ে এরা ভাবিত নয়। জঙ্গল রাজ্যের নেতারা নিজেদের বেনামী সম্পত্তি রক্ষা করতে সচেষ্ট। নীতীশ কুমারের আমলেই বিহারের তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত হতে পারে। অসুস্থ বিহারকে সারিয়ে তুলেছিলেন নীতীশ কুমার।
2020-11-01