কাশ্মীরে যীশু খ্রিস্টের সমাধি আছে বলে অনেকেই দাবি করেন। তাই বলে যীশু খ্রিস্ট কি হিন্দু ছিলেন? এবার এমনই দাবি করলেন পুরীর শঙ্করাচার্য সরস্বতী নিশ্চলানন্দ। শুধু তাই নয়, যীশু ১০ বছর ভারতেই কাটিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।
শঙ্করাচার্যের দাবি, খ্রিস্টধর্মে বর্ণিত যিশু খ্রিস্ট আদতে হিন্দু। এবং বৈষ্ণবপন্থী। জীবনের ১০ টি বছর তিনি ভারতেই কাটিয়েছেন। এর মধ্যে ৩ বছর ছিলেন পুরীতে। তৎকালীন পুরীর শঙ্করাচার্যের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল’। এমনকি বিদেশে তিলক পরা যীশু খ্রিস্টের মূর্তিও তিনি দেখেছেন বলে দাবি করেছেন পুরীর শঙ্করাচার্য।
সম্প্রতি রাজস্থানের একটি শহরে আয়োজিত হয় হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভা। সেখানে আমন্ত্রিত ছিলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দও। সেখানে তিনি বলেন, ‘কেবল জ্ঞানবাপী নিয়ে আলোচনা করলে হবে না। এ বার আমাদের মক্কা নিয়েও কথা বলা উচিত। সেখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে।’
তিনি আরও দাবি করেন, ভারত নিজেকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিশ্বের আরও অন্তত ১৫টি দেশ নিজেদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। কোন কোন সেই দেশগুলি? পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দের দাবি – নেপাল, মরিশাস নিজেদের ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণায় রাজি।’