‘মর্নিং ওয়াক’ করতে শুক্রবার কাকভোরে ভিক্টোরিয়া চত্বরে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এদিকে ভোরবেলায় অপ্রত্যাশিতভাবে হাতের নাগালে রাজ্যপালকে পেয়ে প্রাতঃভ্রমণকারীদের উৎসাহ ছিল চরমে। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, নানা ধরনের গল্পের মধ্যে দিয়ে জনসংযোগ সারেন রাজ্যের সাংবিধানিক প্রধান। নমস্কার প্রতি নমস্কারের মধ্যে দিয়েও সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি।
‘মর্নিং ওয়াক’ করা মানুষের মধ্যে মিশে যেতে পেরে খুশি ছিলেন রাজ্যপালও। এদিন রাজ্যপালকে নাগালে পেয়ে কেউ কেউ জানালেন টুকিটাকি অভিযোগ। সবকিছুই মন দিয়ে শুনলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। মেটালেন কয়েক’শ সেল্ফির আবদার। তার মধ্যেই খোঁজ মিলল মহম্মদ রফির। নাই বা হল আসল। গানগুলো তো মহম্মদ রফির স্বর্ণ যুগের। রাজ্যপাল জগদীপ ধনখড় আবার রফির গুণমুগ্ধ। রফি কণ্ঠী ইজাজ ইউসুফকে কাছে টেনে নিয়ে শুনলেন বেশকিছু প্রিয় গায়কের গান।