নোয়াখালী (Noakhali) হিন্দু গণহত্যার পর এবার উইকিপিডিয়ার RSS সম্পর্কিত পেজের তথ্য বিকৃত করা হলো। তথ্য বিকৃত করে জাতীয়তাবাদী হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(RSS)-কে বর্ণনা করা হলো হিন্দু সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে। আর এই বিকৃতি করা হয়েছে এক ইসলামিক ব্যবহারকারীর দ্বারা, যারা আইডি হলো Ahmedfalah7711। যদিও এই বিকৃতি নজরে আসার পরই তা ঠিক করা হয় ।
উইকিপিডিয়ায় যে কোনো ব্যবহারকারী কোনো পেজের সম্পাদন করেই নতুন তথ্য যোগ করতে পারেন। অনেকেই উইকিপিডিয়াকে নির্ভরযোগ্য তথ্য ভান্ডার হিসেবে মনে করেন এবং কোনো তথ্য জানার হলে উইকিপিডিয়ায় তথ্যের খোঁজ করেন। এমনকি গুগল তাঁর সার্চ রেজাল্টে উইকিপিডিয়া পেজের লিংক দেখায়। কিন্তু ইদানিং সময়ে ইসলামিক কট্টরপন্থী মানকিতার কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হিন্দু এবং হিন্দুদের অতীত ইতিহাসের তথ্যের বিকৃতি করে চলেছে। একইভাবে RSS–কে বদনাম করতে এটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বর্ণনা করা হয়েছে। একইভাবে রাম জন্মভূমি আন্দোলনের ইতিহাস সম্পর্কিত পেজটিকেও ডিলিট করা হয়েছে। RSS-এর তথ্য সম্পর্কিত পেজটির ভূমিকায় লেখা ছিল -‛ Rastriyo Swayamsebak Sangh, abbrieviated as RSS is an Indian right-wing Hindu Nationalist Organisation’। কিন্তু Ahmedfalah7711 নামক একজন সম্পাদনা করে Hindu Nationalist Organisation শব্দের পরিবর্তে লেখেন Hindu Terrorist Organisation। RSS- কে বদনাম করতে ইচ্ছাকৃতভাবে এই পরিবর্তন করা হয়েছে বলে অনেকের মত।
তবে ইদানিংকালে উইকিপিডিয়ায় ইসলামিক বৌদ্ধিক সন্ত্রাসবাদীদের রমরমা। একের পর হিন্দু সম্প্রদায়ের সম্পর্কিত তথ্যের বিকৃতি ঘটানো হচ্ছে। এর আগে উইকিপিডিয়ায় নোয়াখালী হিন্দু গণহত্যার তথ্য বিকৃত করে লেখা হয়েছিল নোয়াখালীতে (Noakhali) মুসলিমদের হত্যা করা হয়েছিল। কিন্তু ঐতিহাসিক সত্য ছিল এই যে নোয়াখালীতে (Noakhali) হিন্দুদের বিরুদ্ধে ভয়ঙ্কর গণহত্যা সংঘটিত করা হয়েছিল। এছাড়াও, কিছুদিন আগেই ভারতে করোনা ভাইরাস ছড়িয়েছে তাবলীগ জামাত- এরকম একটি পেজকে ডিলিট করা হয়েছে, কারণ এটি নাকি মুসলিম বিরোধী এই অজুহাতে।