ধ্বংসের পথে কাশ্মীরকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল কংগ্রেস। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কাশ্মীরে ভাগ্য এখন ভারত ও কাশ্মীরবাসী ঠিক করবে। শনিবার হরিয়ানার সিরসার বিজয় সঙ্কল্প যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার ছিল প্রচারের শেষদিন। পঞ্জাব লাগোয়া সিরসায় এদিনের জনসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। শিখ অধ্যুষিত জেলায় হওয়ায় পঞ্জাবীতে নিজের ভাষণ শুরু করেন তিনি। কাশ্মীর ইস্যুতে গুলাম নবি আজাদ এবং কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, দুই-একটা পরিবারের ভরসায় কাশ্মীরকে ছেড়ে দেওয়া হয়েছিল। দিল্লির গদির জন্য কাশ্মীরকে ধ্বংস করা যাবে না। কাশ্মীরের ভাগ্য পাকিস্তান বা অন্য কোনও দেশ ঠিক করবে না, তা ঠিক করবে ভারত ও কাশ্মীরবাসী। ৩৭০ ধারা অবলুপ্ত করতে অনেক বছর লেগে গিয়েছিল। কাশ্মীর এখন আরও দূরে নয়। লাদাখের প্রতিও অনেক বঞ্চনা করা হয়েছে। কাশ্মীর থেকে বেশি প্রধানমন্ত্রীর পদ কংগ্রেসীদের কাছে খুবই প্রিয় বস্তু। উপত্যকায় নির্দোষ মানুষ প্রাণ হারিয়েছিল, কিন্তু কংগ্রেস সেই বিষয় নির্বিকার। গুরু নানকের ৫৫০ তম প্রকাশ পর্বের প্রসঙ্গ তুলে তিনি জানিয়েছেন, কর্তারপুর করিডরের নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। ৪৭-এর দেশভাগের সময় কর্তারপুরকে পাকিস্তানের মধ্যে দিয়ে দেওয়ার জন্য কংগ্রেসের সমালোচনায় মুখর হন তিনি।
উল্লেখ করা যেতে পারে পাঁচ বছর পর সিরসার জনসভায় এদিন আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ ২০১৪ সালে এখানে এসেছিলেন তিনি। এদিন জনসভা আসা জনগণ বিপুল হাততালি ও জয়ধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানান। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর
2019-10-19