জম্মু ও কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদ (ডিডিসি)-এর প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই মিটে গিয়েছে। শুক্রবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে জেলা উন্নয়ন পর্ষদের তৃতীয় দফার ভোটগ্রহণ। সকাল ন’টা পর্যন্ত ভোটের হার ৮.৩৩ শতাংশ। জম্মুতে পাকিস্তান থেকে আসা শরণার্থীরাও এদিন ভোট দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, ‘৭০ বছরের মধ্যে এই প্রথম লোকাল বডি নির্বাচনে ভোট দিলাম আমরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে আমরা ভীষণ খুশি।’
ডিডিসি নির্বাচনের তৃতীয় দফায় ৩৩টি আসনে ভোটগ্রহণ চলছে, ১৬টি আসন কাশ্মীরে এবং জম্মুতে ১৭টি আসন। ভোটগ্রহণ চলছে ২,০৪৬টি পোলিং স্টেশনে। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ন’টা পর্যন্ত কাশ্মীর ডিভিশনে ২.৯১ শতাংশ ভোট পড়েছে এবং জম্মুতে ১৩.৫৯ শতাংশ। প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই সকাল সকাল পোলিং স্টেশনের বাইরে ভিড় জমান ভোটাররা।
2020-12-04