যারা বলে বেড়ায় মোদিজী র্যালিতে ব্যাস্ত ছিলেন। তাদের জন্য বলি 👉👉👉👉👉👉👉👉👉👉👉👌
সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ভারতে ১৬১০ টা ল্যাব ছিলো।
এখন ভারতে ২৪৭৭ টা ল্যাব আছে। ৮৬৬ টা ল্যাব গড়ে দিয়েছেন গত ৮ মাসে।
লকডাউনের আগে ভারতে আইসোলেশন বেড ছিলো মাত্র ১০ হাজার ১৮০টা।
বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭০ হাজার টা।
লকডাউনের আগে ২০২০ ভারতে আই সি ইউ এর সংখ্যা ছিলো ২১৬৮ টা। বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার।
মহারাষ্ট্র পশ্চিমবঙ্গে, পাঞ্জাবে মোদিজীর পি এম কেয়ারে যে আই সি ইউ গুলো পাঠিয়ে ছিলেন সে গুলো পড়ে পড়ে ধূলো জমে গিয়েছে। জনগণের সেবার জন্য দেয় নি বেগম জান ! 😭