‘আগামী ৫ বছরে তেল পরিশোধন ক্ষমতা দ্বিগুণ হবে’, আশাবাদী প্রধানমন্ত্রী

তেল পরিশোধন ক্ষমতা আগামী পাঁচ বছরে দ্বিগুণ করতে চায় কেন্দ্র। পাশাপাশি এক দশকে দেশের জ্বালানির চাহিদায় প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা চার গুণ বাড়াতে চায় যেখানে বর্তমানে এর নির্ভরতা ৬ শতাংশ। সম্প্রতি এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি দূষণ কমাতে অপ্রচলিত শক্তির দিকে নজর দিতে বলেছেন।

প্রসঙ্গত জুন মাসে কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন, আগামী ১০ বছরে তেল শোধন ক্ষমতা ২৫ কোটি টন থেকে ৪৫-৫০ কোটি টনে পৌঁছে যাবে।

তবে মোদী আশা করছেন, তার অনেক আগেই এই লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে । পাশাপাশি তেল এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের গবেষণা ও উন্নয়নে আগামী কয়েক বছর বেশ কিছু অর্থ লগ্নি করা হবে। যার ফলে নতুন প্রজন্মের কাছে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

দেশে কার্বন নির্গমন ৩০-৩৫ শতাংশ কমানো কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেজন্য তিনি সৌর বিদ্যুতে নজর দিতে বলেন। ইতিমধ্যেই সৌর বিদ্যুতের প্রতি ইউনিট দাম অনেকটা কমে গিয়েছে। ১৭৫ গিগাওয়াট দেশে অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা মাত্রা ২০২২ সালের আগে পূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.