বিশ্ব ব্যাংকের প্রশংসা পেলো ভারতের নিজস্ব ‛আরোগ্য সেতু’

চীনা করোনা ভাইরাসের সংক্রমণজনিত তথ্য এবং সতর্কতার উদ্দেশ্যে চালু হওয়া ভারতের (India) নিজস্ব ‛আরোগ্য সেতু’ App এবার প্রশংসা পেলো বিশ্ব ব্যাংকের (The World Bank)। এই মোবাইল এপ্লিকেশনটির নির্মাতা ভারতের (India) তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। বিশ্ব ব্যাংকের বক্তব্য, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করোনা ভাইরাসের (Corona virus) সংক্রমণকে নিয়ন্ত্রণ করা এবং তাঁর ওপর নজর রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম আরোগ্য সেতু

কেমনভাবে কাজ করে আরোগ্য সেতু? গুগল প্লেস্টোরে যে কেউ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এটি। মোট ১১টি ভাষায় এটি উপলব্ধ। এই এপ্লিকেশন ব্যবহারকারীর ব্লুটুথ কাজে লাগিয়ে জানিয়ে দেবে যে ওই ব্যক্তি কোনো করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসেছেন কিনা। সেইসঙ্গে এপ্লিকেশনটিতে রয়েছে একটি চ্যাটবট। যার মাধ্যমে ব্যবহারকারী জেনে নিতে পারবেন চীনা করোনা ভাইরাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। জেনে নিতে পারবেন ভাইরাস সংক্রমণ হলে রোগীর দেহে কি কি লক্ষণ দেখা দেয়। ফলে এই এপ্লিকেশন কাজে লাগিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে। ফলে আতঙ্ক এবং গুজব কমবেআর যদি কোনো ব্যক্তি সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসেন, তাহালে সরাসরি তথ্য চলে যাবে সরকারের হাতে। ফলে সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিকে খুঁজে বের করতে সুবিধা হবে প্রশাসনের। বিশ্ব ব্যাংক (The World Bank) তাদের দক্ষিণ এশিয়া সম্পর্কিত রিপোর্টে উল্লেখ করেছে, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে ‛আরোগ্য সেতু’ মোবাইল এপ্লিকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.