পাঁচ বছর আগে জাঠ অধ্যুষিত হরিয়ানায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় এসেছিল বিজেপি। বিধানসভার ৯০টি আসনের মধ্যে নরেন্দ্র মোদীর দল সে বার পেয়েছিল ৪৭ টি আসন।
এ বার ভোট প্রচারের সময় রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বার বার বলেছেন, আমাদের লক্ষ্য হল ৭৫ টি আসন জিতে নেওয়া। যা শুনে অনেকে আবার টিপ্পনিও করছিলেন খট্টরকে।
কিন্তু সোমবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতেই অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা জানিয়ে দিল, খট্টরের স্বপ্ন পূরণ হলে অবাক হওয়ার কিছু নেই। অনেকেরই মতে, নব্বইটি আসনের মধ্যে সত্তরেরও বেশি আসন জিতে নিতে পারে বিজেপি।
যেমন টাইমস নাও-এর বুথ ফেরত সমীক্ষার মতে হরিয়ানায় বিজেপি পেতে পারে ৭১টি আসন। তুলনায় কংগ্রেস পেতে পারে মাত্র ১১ টি আসন। একই ভাবে সিএনএন নিউজ ১৮-এর সমীক্ষার পূর্বানুমান, বিজেপি পেতে পারে ৭৫ টি আসন। তাদেরও মতে কংগ্রেস টেনেটুনে বড় জোর দশটি আসনে জিততে পারে।
নিউজ এক্সে -এর বুথ ফেরত সমীক্ষার মতে বিজেপি ৭৫টিরও বেশি আসনে জিততে পারে। আশিটি আসনে জিতলেও বিস্মিত হবে না তারা। বিপরীতে কংগ্রেস পেতে পারে ৯ থেকে ১২ টি আসন।
যদিও রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী হরিয়ানায় বিজেপি ৭০ টি আসন পাবে না। তারা পেতে পারে ৫২ থেকে ৬৩ টি আসন। তুলনায় কংগ্রেস ১৫ থেকে ১৯ টি আসনে জিততে পারে।