মাইক্রোব্লগিং সাইট টুইটারের তথ্য-নিরাপত্তা নিয়ে বড়সড় গলদ প্রকাশ্যে চলে এল। ধাক্কাও খেতে পারে টুইটারের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা। হ্যাক হয়ে গেল বিশ্বের বহু প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট। এই তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থেকে বর্তমান প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী, সেলিব্রিটি গায়ক থেকে শিল্পপতি প্রত্যেকেই। বিল গেটস, বারাক ওবামা, জো বিডেন, জেফ বেজোস, এলন মাস্ক, মাইক ব্লুমবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যা আসলে বড়সড় প্রতারণার ফাঁদ!
সবার হ্যাকিংয়ের ধরন মোটামুটি একই। মোটের উপর একই ধাঁচের টুইট করা হয়েছে। ওই সব পোস্টে লেখা হয়েছে, ‘‘করোনাভাইরাসের মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ বিটকয়েন দিলে আমি ২০০০ বিটকয়েন ফেরত দেব।’’ তার নীচে বিটকয়েন পাঠানোর একটি লিঙ্কও দেওয়া হয়েছে ওই সব পোস্টে।
নিরাপত্তার ফাঁক গলে কীভাবে বিশ্বের তাবড় শিল্পপতি, রাজনীতিকদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। বিটকয়েন কেলেঙ্কারি নিয়ে বিতর্ক বাড়তে থাকায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন জেমেনি ক্রিপটো কারেন্সি এক্সচেঞ্জের সহ-কর্ণধার ক্যামেরন উইঙ্কলেভস। তিনি বলেছেন, “এটা আসলে স্ক্যাম। এই ফাঁদে কেউ পা দেবেন না।” টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় উদ্বিগ্ন সংস্থার সিইও জ্যাক ডোরসে। তিনি জানিয়েছেন, টুইটারে আমাদের জন্য কঠিন দিন। যা হয়েছে তা অত্যন্ত ভয়ানক। আসলে কী হয়েছিল, তা উপলব্ধি করার পর আমরা জানাবো।