কারারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে লুধিয়ানা সেন্ট্রাল জেল (Ludhiana Central Jail) থেকে পালাল বিচারাধীন ৪ জন বন্দি। শুক্রবার রাতে লুধিয়ানা সেন্ট্রাল জেলের (Ludhiana Central Jail) পাঁচিল টপকে পালিয়েছে ৪ জন বন্দি। পলাতক ৪ জন বন্দিকে এখন হন্যে হয়ে খুঁজছে লুধিয়ানা পুলিশ। ৪ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে এসেছে শনিবার সকালে। জেল থেকে পালিয়ে যাওয়া ওই ৪ জন বন্দি হল, যথাক্রমে- সামরালার বাসিন্দা রবি কুমার (Robi Kumar) (২৪), লুধিয়ানা খেরি গ্রামের বাসিন্দা সূরজ কুমার (Suraj Kumar) , মাণ্ডি গোবিন্দগড়ের বাসিন্দা অমন কুমার (অমন কুমার) (২৩) এবং সাঙ্গরুরের বাসিন্দা অর্শদীপ সিং (Arshdeep Singh)।
পুলিশ কমিশনার রাকেশ আগরওয়াল (Rakesh Agarwal) জানিয়েছেন, শুক্রবার রাতে অথবা শনিবার সকালে লুধিয়ানা জেল থেকে পালিয়েছে ৪ জন বন্দি। চুরির মামলায় বন্দি ছিল তারা। কারফিউর কারণে খুব বেশি দূর যেতে পারবে না বন্দিরা। বন্দিদের পাকড়াও করার জন্য সাধারণ মানুষের কাছেও সাহায্য চেয়েছে লুধিয়ানা পুলিশ। এ বিষয়ে মন্তব্য করতে নারাজ জেল সুপার রাজীব অরোরা। ৪ জন বন্দি একসঙ্গে পালিয়ে যাওয়ায় লুধিয়ানা সেন্ট্রাল জেলের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন|