মোদী সরকারের প্রকল্প গুলোর প্রশংসায় পঞ্চমুখ নোবেল জয়ী অর্থশাস্ত্রী অভিজিৎ ব্যানার্জী

নোবেল পুরস্কার বিজয়ী অর্থশাস্ত্রী (economist) অভিজিৎ ব্যানার্জী (abhijit banerjee) শনিবার বলেন, বিজেপির (BJP) নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের জনমুখি প্রকল্প যেমন জন-ধন যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা আর প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা এর মতো প্রকল্প গুলোর জন্য দেশবাসী অনেক উপকৃত হবে। সরকারের স্বাস্থ প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনার নাম নিয়ে উনি বলেন, সরকারের এই জনমুখি প্রকল্প দেশের মানুষকে বাঁচানোর কাজ করবে। সরকারের এই প্রকল্প অনুযায়ী দেশের ৫০ লক্ষ মানুষ উপকৃত হবেন।

অভিজিৎ ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রী জন -ধন  যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) যার লক্ষ্য দেশের প্রতিটি নাগরিককে ব্যাঙ্কের সাথে যুক্ত করা। এই প্রকল্প আগামী দিনে দেশের মানুষের পয়সা বাঁচানোর কাজ করবে।

অভিজিৎ ব্যানার্জী আর ওনার স্ত্রীকে ২০১৯ এ একসাথে ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও এই পুরস্কার মাই অর্থশাস্ত্রী ক্রেমারকেও যৌথ ভাবে দেওয়া হয়েছে। বিশ্ব থেকে দারিদ্রতা মেটানোর পরীক্ষামূলক পদ্ধতির জন্য এই তিনজনকে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে। অভিজিৎ ব্যানার্জী শনিবার দিল্লীতে ছিলেন, সেখানে তিনি নিজের পুরনো বিশ্ববিদ্যালয় জওহর লাল ইউনিভার্সিটিতে যান। সেখান থেকে তিনি মঙ্গলবার কলকাতায় আসবেন।

বর্তমানে গোটা বিশ্ব এবং ভারত আর্থিক মন্দার চ্যালেঞ্জের সন্মুখিন হয়েছে। আর এই সময় নিয়ে নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী বলেন, এটাই প্রধান সময় যখন সমস্যার সাথে আপনি পরিচিত হবেন। ভারত সরকার আর্থিক মন্দা নিয়ে বেশ চিন্তিত। উনি বলেন, কেন্দ্র সরকারকে এমন প্রকল্প আনতে হবে, যেটার ফলে বেশি করে দেশের দরিদ্ররা উপকৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.