দেশের বিভিন্ন প্রান্তে মসজিদ ও মাদ্রাসায় তাবলীগ জামাত সদস্যরা লুকিয়ে রয়েছে। তাদেরকে খুঁজে বের করতে কালঘাম ছুটে যাচ্ছে পুলিস ও প্রশাসনের। এবার মসজিদে লুকিয়ে থাকা ১০২ জন তাবলীগ জামাত সদস্যকে খুঁজে বের করা হলো দিল্লীর (Delhi) চাঁদনী মহল এলাকা থেকে। ওই জামাত সদস্যদের সকলেই মসজিদে লুকিয়ে ছিলেন। পরীক্ষা করে দেখা গিয়েছে যে তাদের মধ্যে ৫২ জন করোনা পজিটিভ। তাদের চিকিৎসা চলছে।
দেশজুড়ে ব্যাপকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে তাবলীগ জামাত সদস্যদের মাধ্যমে। তাবলীগ জামাত সদস্যদের চিহ্নিত করা এবং খুঁজে বের করতে হিমশিম খেতে হচ্ছে পুলিসকে। তারমধ্যে খবর পেয়ে চাঁদনী মহল এলাকায় হানা দেয় পুলিসের বিশেষ টিম। ১৩টি মসজিদে লুকিয়ে থাকা ১০২ জন তাবলীগ জামাত সদস্যকে খুঁজে বের করে পুলিস। তাদেরকে পরীক্ষা করে জানা যায় ৫২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে, গতকাল দিল্লী (Delhi) সরকারের এক আধিকারিক বিবৃতিতে জানিয়েছেন। এই সংখ্যাটা আগামীদিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।