পেনশন নীতিতে বদল আনছে প্রতিরক্ষা মন্ত্রক

প্রতিরক্ষা মন্ত্রকের অভিনব পদক্ষেপ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক (Indian Defense Ministry) সোমবার একটি সরকারী বিবৃতিতে জনিয়েছেন নিহত প্রতিরক্ষা কর্মীদের পরবর্তী ইওএফপি পেতে গেলে ন্যূনতম ৭ বছর পর্যন্ত চাকরি করতে হবে।ইওএফপি বলতে এনহান্স অর্ডিনারি ফ্যামিলি পেনশন। নিহত ব্যক্তিটি তার মৃত্যু কালীন সময়ে যে পরিমাণ বেতন পেতেন সেই বেতনের ৫০ শতাংশ তাঁর মৃত্যুর পর তাঁর পরিবারকে দেওয়া হবে ১০বছর ধরে। অতিরক্ত মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই ইওএফপি পেতে গেলে সেই ব্যক্তি কে ৭ বছর ধরে ২০১৯ এর পয়লা অক্টোবর পর্যন্ত চাকরি করতে হবে।

এক্ষেত্রে সেই ব্যক্তিটি যদি তার অবসর,অথব নিষ্ক্রিয় হয়ে যাবার পর মারা যান তাহলে তার পরিবার একটানা ৭ বছর তার মৃত্যুর তারিখে এই ইওএফপি পাবেন অথবা যতদিন না তার ৬৭ বছর বয়স হচ্ছে ততদিন অবধি তার পরিবার ইওএফপি পাবেন। এছাড়াও ২০১৯এর ১লা অক্টোবরের আগে যদি কোন ব্যক্তি তার সাত বছরের চাকরি জীবন পূর্ণ করার পূর্বেই মারা যান তাহলে তাহলে তার পরিবারও এই ইওএফপি পাবেন। যদিও এই ইওএফপ প্রাপ্ত কর্মীদের ৫০ শতাংশের মধ্যে ৩০ শতাংশই অর্ডিনারি ফ্যামিলি পেনশন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.