শুধুমাত্র হাঁচি বা কাশি নয়, বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের (corona virus)সংক্রমণ। এমনটাই দাবি করলেন একাধিক দেশের শত শত বিজ্ঞানী। এমনকি এই দাবিকে পুনর্বিবেচনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সুপারিশ করা হয়েছে।
শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন বাতাসের ছোট ছোট কণার মাধ্যমেও এক শরীর থেকে অন্য শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র হাঁচি বা কাশির ড্রপলেট নয়, আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস থেকেও সংক্রমিত হচ্ছে এই মারণ ভাইরাস। তবে বিজ্ঞানীদের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
হু এর মতে, বিজ্ঞানীদের এই দাবির পক্ষে বিশ্বাসযোগ্য যথেষ্ট প্রমাণ নেই। প্রাথমিকভাবে এটাই ঠিক যে, কোভিড-১৯ সংক্রমণ হাঁচি, কাশি বা থুতুর ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এ প্রসঙ্গে হু’র সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিশেষজ্ঞ ডঃ বেনিডেটা অ্যালগ্রানজি জানিয়েছেন, “গত দু’মাস ধরে আমরা একাধিকবার পর্যবেক্ষণ করে দেখেছি বাতাসে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তবে বাতাসের মাধ্যমে কোনও ব্যক্তি আক্রান্ত হয়েছেন এমন দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ সব ক্ষেত্রেই এক শরীর থেকে অন্য শরীরে ভাইরাস সংক্রমিত হয়েছে।”