সতর্কতা ও সচেতনতার মাধ্যমে হারাতে হবে করোনাকে, মান কি বাতে প্রধানমন্ত্রী

করোনাভাইরাস(corona virus) রোধে সতর্কতা এবং সচেতনতার উপর ফের গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বর্তমান পরিস্থিতিতে মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলা যে একান্ত প্রয়োজন, তা ফের একবার মন কি বাত অনুষ্ঠানে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মান কি বাতের ৬৭ তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে করোনার বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে এসেছে। যে ভয়ের ধারণা করা হয়েছিল তার প্রায় সবই বানচাল করে দিয়েছে দেশবাসী। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সুস্থ হয়ে ওঠার হার ভারতে বেশি। মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম। একজনের মৃত্যুও কাঙ্ক্ষিত নয়।দুঃখজনক।কিন্তু ভারত কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। করোনার এই সংকট যে সহজে যাওয়ার নয়, তা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বহু জায়গায় করোনা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে। আমাদের বাড়তি সতর্ক হতে হবে। এটা মনে রেখে চলতে হবে যে প্রথম দিনকার মত এখনও সক্রিয় করোনা। মুখে মাস্ক পরা, দুই গজ এর দূরত্ব বজায় রাখা, মাস্ক না পেলে গামছা বা তোয়ালে দিয়ে মুখ ঢাকা, ঘন ঘন হাত ধোয়া, যত্রতত্র থুতু না ফেলা অভ্যাস বজায় রাখতে হবে। মাস্ক পরতে কারো যদি অসুবিধা হলে তবে সেই সময় তার উচিত চিকিৎসক-নার্সদের কথা মনে করা। যারা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পড়ে ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা টানা পরিশ্রম করে চলেছে। এদিনের মন কি বাতে গ্রাম পঞ্চায়েত গুলির অবদানের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। গ্রামীণ এলাকাগুলোতে কোয়ারেন্টাইন করতে পঞ্চায়েতগুলো যে বিশেষ ভূমিকা অবলম্বন করেছে তার উল্লেখ করেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.