ভিখারি মানে বোঝেন? ভিখারি মানে যাঁরা পেটের দায় ভিক্ষা করেন। তারা রাস্তায় বসে ভিক্ষা করে এবং বেইমানি করে না। বর্তমান নট নটীরা হল সেরমই ভিখারি। যারা আমাদের অর্থাৎ জনতা জনার্দনের দয়াতে বেঁচে থাকে। কারন আমরা যদি দয়া করে তাদের সিনেমা, থিয়েটার ইত্যাদি না দেখি তাহলে তারাও বাটি নিয়ে পথে বসবে। কিন্তু তারা যেহেতু নিজেদের স্বার্থে সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করে এসেছে তাই ভিক্ষা করতে বসেও হয়ত পিছন দিয়ে ড্রাগস, মেয়ের ব্যবসা ইত্যাদি কাজ করবে। তো ভারতে এরম ভিখারি নট নটী কম নেই। সেই লিস্টে কাল রাত থেকে যোগ হয়েছে দীপিকা ও ছপকের টিমের নাম । এখন প্রশ্ন হল কেন?
না কাল দীপিকা ভিক্ষার তরে আরো বড় ভিখারি মানে JNU – এর দেশদ্রোহী কমিউনিস্টদের কাছে গেছে সেটা বড় কথা নয়। বড় কথা হল এটা কাল সেখানে ভিক্ষা পায় নি, কিন্তু সেই ঘটনায় নাদিম খানের নাম যে রাজেশ চতুর্বেদী হয়ে গেছে সেটা এখন জনার্দন জেনে গেছে। ফলে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে।
১৫ বছর বয়সী লক্ষ্মী আগারওয়াল নাদিম খানকে প্রত্যাখ্যান করেছিল। ফল স্বরূপ সে এসিড এটাকের স্বীকার হয়। কিন্তু সিনেমায় ভিকটিম মালতী হলেও ক্রিমিনাল খুব সুন্দরভাবে সংখ্যা লঘু থেকে সংখ্যাগুরু হয়ে গেছে। সেকুলার হওয়া ভালো ততক্ষণই যতক্ষন সেটা সমাজের পক্ষে ক্ষতিকর না হয় । সেটাই বোধয় পরিচাল মেঘনা গুলজার ভুলে গিয়েছিলেন।
আপনি কি সেকুলার ভাইরাসের স্বীকার? তাহলে আবার ভাবুন….