শুক্রবার শিক্ষক দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানালেন, শিক্ষকরাই হলেন ছাত্রদের এবং প্রকৃত দেশ গড়ার পথপ্রদর্শক শক্তি। তাঁর মতে, নিছক অধ্যাবসায় এবং ধৈর্যের মাধ্যমে একজন শিক্ষক ছাত্রকে দেশের সাংস্কৃতিক পরম্পরা বোঝাতে সহায়তা করে ।
রাষ্ট্রপতি বলেন, এই পরিবর্তিত সময়ে ডাক দেওয়া হয়েছে নতুন পদ্ধতির শিক্ষার যার মাধ্যমে সহায়তা করা হবে নতুন প্রজন্মকে শিখতে, অন্বেষণ করতে এবং সুদক্ষ ভাবে সমাজ গডায় অবদান রাখতে। তিনি আশা করছেন, জ্ঞানী শিক্ষকের দ্বারা পথ দেখানো হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে।
আদর্শবান শিক্ষক ধারাবাহিকভাবে ছাত্রদের উৎসাহিত করবে এই উদ্দেশ্য এবং লক্ষ্যে পৌঁছে দিতে। নিশ্চিত ভাবে শিক্ষকরাই ছাত্র দের জন্য পথপ্রদর্শক শক্তি এবং প্রকৃত দেশ গড়ার কারিগর। এই কারণেই গুরু শিষ্য পরম্পরা ভারতীয় সংস্কৃতিতে বিশেষ শ্রদ্ধার বলে মনে করেন রাষ্ট্রপতি।
প্রতিবছর ভারতবর্ষে ৫ সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস রূপে পালন করা হয়। তারই প্রেক্ষিতে এদিন রাষ্ট্রপতি কোবিন্দ শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন এবং উল্লেখ করেছেন তার পূর্বসূরী তথা অন্যতম মহান শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়।