অগস্ট মাস প্রায় শেষের পথে। সেপ্টেম্বরেই আসবে বদল। ১ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম।
#করোনা সঙ্কটের জেরে যে গ্রাহকরা লোন নিয়েছিলেন তাঁদের ইএমআই দেওয়ার সময়সীমা ৩১ অগাস্ট পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ সেই সময়সীমা শেষ হতে চলেছে ৷ স্টেট ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগামী সপ্তাহে এই বিষয়ে ঘোষণা করতে পারে ৷ এই সময়সীমা আরও বাড়ানো হবে কিনা, সেই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
#চালু হতে পারে দিল্লি মেট্রো। লকডাউনের পর থেকেই দেশ জুড়ে বন্ধ মেট্রো পরিষেবা। ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আনলক ৪ জারি হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হতে পারে ৷
#প্রত্যেক মাসের মতই সেপ্টেম্বরেও পরিবর্তন হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম। খুব শীঘ্রই LPG, CNG ও PNG এর দাম কমতে পারে ৷ ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম বদলাতে পারে ৷ প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় ৷ সেপ্টেম্বর মাসে গ্যাসের দাম বদলাতে পারে বলে মনে করা হচ্ছে ৷
#বিমানের টিকিটের দাম বেড়ে যাবে। ১ সেপ্টেম্বর থেকে এবার বেশি টাকা লাগবে বিমান যাত্রায় ৷ Civil Aviation Ministry অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানে ASF চার্জ বৃদ্ধি করতে চলেছে ৷ অন্তর্দেশীয় বিমানে এএসএফ ১৫০ টাকার জায়গায় ১৬০ টাকা নেওয়া হবে৷
#খুলতে পারে সিনেমা হল। আনলকের চতুর্থ পর্যায়ে দেশের বিভিন্ন রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হতে পারে। সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখেই চালু করা হবে সিনেমা হল।
#শুরু হবে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান- বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো তাদের বিমান পরিষেবা স্টেপ বাই স্টেপ চালু করার ঘোষণা করেছে ৷ ১ সেপ্টেম্বর থেকে প্রয়াগরাজ, কলকাতা ও সুরাতে বিমান পরিষেবা চালু করা হবে।
#Ola-Uber চালকরা ধর্মঘট ডাকতে পারেন- দিল্লি-এনসিআর পয়লা সেপ্টেম্বর ওলা ও উবের চালকরা ধর্মঘট ডাকতে পারেন ৷ ভাড়া বাড়ানোর পাশাপাশি একাধিক দাবি নিয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছে ৷