বাড়িতে বসেই এবার উৎসব পালনের নিদান দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry)। উৎসবের মরসুমে চলে এসেছে আর বেশ কিছুদিনের মধ্যেই সবথেকে বড় উৎসব দুর্গাপূজো তে শামিল হতে চলেছে বাঙালিরা। উৎসবের মরসুমে নেই সেখানে উৎসবের জন্য প্রস্তুতি পর্ব শুরু হয় জোরকদমে। আর এই করোনা আবহে এরই ফলে সংক্রমণ ছড়াবার আশঙ্কা দেখা যাচ্ছে। এই সতর্কবার্তার সুরই শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের (Harsh Wardhan) মুখে। এই সময়ে কোনও নিয়ম না ভঙ্গ করেই দেশবাসীকে উৎসব পালন করার পরামর্শ দিলেন তিনি। তার মতে কোন ভগবান বা কোন ধর্ম বলে না বাড়ির বাইরে গিয়ে জাঁকজমক করে উৎসব পালন করতেন তাই বাড়িতে থেকেও নিজের বাড়ির লোকজনের সাথে উৎসব পালন করা যেতে পারে।
সামনেই শীতের মরশুম, আর এই সময় সংক্রমণ একলাফে বহু গুণ বাড়তে পারে। ঠান্ডা আবহে ভাইরাস বেশি সক্রিয় থাকে। প্রসঙ্গত গ্রেট ব্রিটেনেও শীতের সময় সংক্রমণ বাড়তে দেখা গিয়েছিল। তিনি এদিনের বক্তব্যে কোভিড ভ্যাকসিন নিয়েও কথা বলেন। কোন বয়সের মানুষদের সংক্রমণের ঝুঁকি বেশি সেই দিকে নজর রেখেই ভ্যাকসিনের অগ্রাধিকার ঠিক করা হবে। বর্তমানে কেন্দ্র অনেকগুলি ভ্যাকসিন কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখেছে যাতে দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া যায়।