সুব্রত বক্সির পর ডাক পড়ল ডেরেক ও-ব্রায়নের। তৃণমূলের মুখপাত্র ও রাজ্যসভার সদস্য ডেরেকে ও-ব্রায়নকে সারধা কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। আগামী ১ আগস্ট বৃহস্পতিবার ইডির দফতরে ডেরেককে হাজিরা দিতে বলে হয়েছে।
সূত্রের খবর, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়েই মূলত ডেরেককে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। উল্লেখ্য, জাগো বাংলার প্রকাশক ডেরেক।
প্রসঙ্গত, একই তদন্তের স্বার্থে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের আরেক শীর্ষ নেতা সুব্রত বক্সিকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। উল্লেখ্য, ‘জাগো বাংলা’র সম্পাদক সুব্রত বক্সী।