কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২ দিনের পশ্চিমবঙ্গ সফরে আসার পর রীতিমতো টেনশনে পড়েছে তৃণমূল। তৃণমূলের নেতা কর্মীরা যে ধরনের মন্তব্য করছেন তাতে এমনটাই মনে করা হচ্ছে। অমিত শাহের বাংলায় পা রাখার পর অভিষেক ব্যানার্জী থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে রাজনীতিতে নতুন আসা নুসরাত জাহান, সোহম চক্রবর্তী একের পর এক টুইট করে চলছেন।
নুসরাত টুইট করে অমিত শাহকে মিথ্যাবাদী বলেছেন অন্যদিকে সোহম চক্রবর্তী বলেছেন- অমিত শাহের আমলে আদিবাসীদের উপর হিং সা ২৬% বৃদ্ধি পেয়েছে।ফিরহাদ হাকিম বলেছেন, অমিত শাহের ভুয়া প্রতিশ্রুতিতে বাংলার মানুষ কেউ পা দেবে না। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ‘বিজেপি বাংলা বিরোধী’ লিখে হ্যাশট্যাগ পর্যন্ত চালিয়েছিল।
এই সমস্ত রাজনৈতিক কটাক্ষ স্পষ্ট ইঙ্গিত দেয় যে তৃণমূল দারুন চাপে পড়েছে। আর এর মূল কারণ পশ্চিমবঙ্গকে নিয়ে অমিত শাহের ঘোষণা। আগে বিজেপি দাবি করেছিল লোকসভায় হাফ, বিধানসভায় সাফ। লোকসভার নির্বাচনের পর বিজেপি প্রায় হাফ আসন দখল করেছিল। এখন অমিত শাহ ঘোষণা করেছেন যে বিজেপি ২০০ এর বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।
অমিত শাহ বলেছেন যারা হাসছে তাদের হাসতে দিন কিন্তু আমাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আজ ভগবান বিরসা মুন্ডার প্রতিমাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমার দুদিনে বাংলার সফরের শুভারম্ভ হয়েছে। আমি কাল রাত থেকেই বাংলায় আছি। যেখানেই গিয়েছি, সেখানেই এরকম উৎসাহ দেখা গিয়েছে। একদিকে, মমতা ব্যানার্জীর প্রতি মানুষের ক্ষোভ দেখা গিয়েছে। তেমনই, আরেকদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বাংলার মানুষের শ্রদ্ধা এবং ভালবাসা দেখা গিয়েছে। আর এটা দেখে আমি বলতে পারি যে, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপির সরকার হবে।