সিকিমের রাজনীতিতে নজির গড়ল বিজেপি। এই প্রথম হিমালয়ের এই ছোট্ট রাজ্যে একটি বিধানসভা আসনে জয়লাভ করল গেরুয়া শিবির। রাজ্যের পূর্ব জেলার মার্তাম-রুমতেক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী সোনম ভেঞ্চুগপ্পা। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৮২০৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের প্রার্থী নুক ছিরিং ভুটিয়াকে ২০৫৪ ভোটের ব্যবধানে পরাস্ত করেছেন তিনি। ভুটিয়ার প্রাপ্ত ভোট ৬১৫০।
এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে গিয়ে তিন নম্বর স্থানে রয়েছেন হামরো সিকিম পার্টির প্রার্থীর নিমা লেপচা। তার প্রাপ্ত ভোট ১২৩৫। সিকিম রিপাবলিকান পার্টির মিংমা শেরিং শেরপা পেয়েছেন ১৭৩টি ভোট। মিঞ্চং ভুটিয়া পেয়েছে ৪৩৯ ভোট। উল্লেখ করা যেতে পারে বিজেপির প্রতীকে জয়ী হওয়া প্রথম কোনও সিকিমি নেতা হলেন সোনম। রাজ্য বিজেপির কাছে ১০জন বিধায়ক থাকলেও তারা প্রত্যেকেই এসডিএফ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। স্থানীয় সিকিম ক্রান্তিকারি মোর্চার সঙ্গে জোট করে উপনির্বাচন লড়েছিল বিজেপি। জয়ের উচ্ছ্বাস দেখা গিয়েছে বিজেপির কর্মী সমর্থকদের ।
2019-10-24