হিমাচলপ্রদেশে বিধানসভা উপনির্বাচনে ধর্মশালা কেন্দ্রটি নিজেদের দখলেই রাখল রাজ্যের শাসকদল বিজেপি। এই কেন্দ্র থেকে ৬৬৭৩ ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী বিশাল নেহারিয়া। দলের দুর্দশা বাড়িয়ে তিন নম্বর স্থানে নেমে গিয়েছে কংগ্রেস প্রার্থী। শতাব্দী প্রাচীন দলটির প্রার্থী বিজয় ইন্দ্র কর্ণ পেয়েছেন মাত্র ৮১৯৮ ভোট, নির্দল প্রার্থী রাকেশ চৌধুরীর ঝুলিতে গিয়েছে ১৬৭২৪ ভোট। এদিন জয়ের পরেও উল্লাসে ফেটে পড়ে বিজেপি কর্মী-সমর্থকেরা। দলীয় পতাকা, গেরুয়া আবির এবং লাড্ডু যোগে চলে বিজয় উৎসব। অন্যদিকে পচ্ছাদ কেন্দ্রেও এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী রীণা কাশ্যপ। তাঁর নিকটতম কংগ্রেস প্রার্থী গঙ্গুরাম মুসাফির থেকে ৩০৬৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। নির্বাচন কমিশের তরফে জানানো হয়েছে গণনায় বিজেপির রীণা কাশ্যপ ১২৯৪৭ ভোট পেয়ে সবার আগে রয়েছেন। কংগ্রেসের গঙ্গুরাম মুসাফিরের ঝুলিতে গিয়েছে ৯৮৮৪ ভোট। নির্দল প্রার্থী দয়াল পেয়ারি পেয়েছে ৩৯৯৮ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.