দশেরার দিনে রাষ্ট্রিয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অনুষ্ঠানে চিনকে আক্রমণ শানালেন প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। রবিবার সকালে নাগপুরে শাখার কার্যালয়ে ভাগবত তুলোধোনা করেন চিনকে। তিনি বলেন “গোটা পৃথিবীর কাছে চিনের মুখোশ খুলে গিয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত একসঙ্গে চিনা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। ভারত যে জবাব দিচ্ছে তাতেও চিন হতভম্ব।” মোহন ভাগবত বলেছেন, “ভারতের বিরুদ্ধে আগ্রাসনের নীতি নিলে যোগ্য জবাব পেতে হবে।”
এরপর চিন নীতিতে কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করেন ভাগবত। নাম না করে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে (Rahul Gandhi) আক্রমণ করে তিনি বলেন, ” কেউ কেউ চিনের সুরে কথা বলতে পছন্দ করেন। আমাদের জওয়ানদের লড়াইকে ছোট করে দেখার চেষ্টা করেন। এটাই তাদের রাজনৈতিক সংস্কৃতি।” প্রসঙ্গত, এদিন সকালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দেশবাসীকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে উৎসবের মরসুমে একটি করে প্রদীপ জ্বালানোর অনুরোধ জানিয়েছেন।