রাজ্য বিজেপির নতুন কর্মসূচি আর নয় অন্যায়ে ব্যাপক সাড়া মানুষের। মাত্র ৭২ ঘন্টার মধ্যে আর নয় অন্যায়ে দেড়লক্ষ মানুষ ফোন করেছেন বলে দাবি করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তাছাড়া দলের মিডিয়া সেল সাফল্যের কথা সোস্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার করছেন। তারা সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ছেড়েছেন। যার মূল কথা হলো মাত্র বাহাত্তর ঘন্টায় দেড় লক্ষ মানুষ মিসড কল দিয়েছেন। আপনারাও আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের ফোন বা মিসড কল করুন।
প্রসঙ্গত, রবিবার দলের সর্বভারতীয় সভাপতি শহীদ মিনারে আর নয় অন্যায়ের ফোন নম্বর জনসমক্ষে এনেছিলেন। তিনি দলের কর্মীদের জানিয়েছিলেন, রবিবার থেকেই আর নয় অন্যায় কর্মসূচি পালন করতে নামতে হবে। আগামী বিধানসভা ভোট পর্যন্ত দলীয় নেতাদের মানুষের কাছে যেতে হবে। তাদের বলতে হবে রাজ্যের বিভিন্ন সমস্যা ও অন্যায় নিয়ে বিজেপিকে ফোন করে জানালে ভবিষ্যতে মিলবে মুক্তি।
রবিবার থেকেই বিজেপির আইটি সেল সোস্যাল মিডিয়াতেও আর নয় অন্যায় কর্মসূচির প্রচার শুরু করে। আর তাতেই সুফল মিলেছে বলে দাবি রাজ্য বিজেপির। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দেড়লক্ষ মানুষ ফোন করেছেন বলে জানিয়েছে রাজ্য বিজেপি। তবে রাজ্য বিজেপির নেতারা চাইছে আগামী একমাসের মধ্যে সংখ্যাটা এককোটি পার হোক। কারন খোদ অমিত শাহর হাতদিয়ে দলের এই কর্মসূচি শুভারাম্ভ হয়েছে। না হলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্য বিজেপির পয়েন্ট কাটা যাবে বলে মনে করছেন মুরলিধর সেন লেনের কর্তারা।