একুশের বিধানসভা নির্বাচনের আগে তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আগামী বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Home Minister Amit Shah) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায় এবং রাজ্যের আরও কয়েক জন নেতা। অমিত শাহ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ। থাকার কথা বিজেপি সভাপতি জে পি নড্ডারও। অক্টোবর মাসেই রাজ্য নেতৃত্বের সঙ্গে অমিত শাহর একটি ভার্চুয়াল মিটিংয়ের কর্মসূচি রয়েছে। তার আগে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে মুরলীধর সেন লেনের নেতারা।
বিধানসভা নির্বাচনের আগে কোনও সাংগঠনিক ত্রুটি রাখতে চায় না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাই কেন্দ্রীয় কমিটি থেকে পশ্চিমবঙ্গের তিন জন নেতাকে জায়গা দেওয়ার পর আর কোনও ফাঁকফোকর রয়েছে কিনা তা নিয়ে আলোচনায় বসছেন অমিত শাহ। কয়েক মাস আগেই রাজ্য সংগঠন ঢেলে সাজিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যেমন জায়গা দেওয়া হয়েছে বিজেপির পুরোনো নেতাদের। তেমনই জায়গা দেওয়া হয়েছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস থেকে আগত নেতাদের। পুরোনো কর্মীদের সঙ্গে নতুন কর্মীদের যাতে কোনওরকমের সংঘাত না হয় সে বিষয়ে দিলীপ ঘোষকে বিশেষভাবে উদ্যোগী হতে বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই পুরোনো ও নতুন কর্মীদের মিশেল ঘটিয়ে একুশের ভোটে কীভাবে বাংলার মসনদ দখল করা যায় সে বিষয়ে অমিত শাহ রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন দিল্লিতে।
আগস্ট মাসেই বাংলার নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল অমিত শাহের। কিন্তু আচমকা করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্ত হওয়ার পর সেই কর্মসূচি পিছিয়ে যায়। অসুস্থতার কারণেই বাংলার নেতাদের সঙ্গে অমিত শাহের বৈঠক হয়নি। কিন্তু সম্প্রতি ফের স্বমহিমায় নিজের দায়িত্বে ফিরে এসেছেন বিজেপির প্রাক্তন সভাপতি। তাই পশ্চিমবঙ্গের মত বড় রাজ্য ভোট যুদ্ধের আগে তাঁর ক্ষুরধার মস্তিষ্কে ওপর আস্থা রাখছে বিজেপি। কেন্দ্রীয় সভাপতি জেপি নাডডা ছাড়াও সহজে বাংলা নির্বাচনে বড় ভূমিকা পালন করবেন তা এই বৈঠক থেকেই স্পষ্ট।